আমরা এসএসসি ১৯৯৭ ব্যাচ, কক্সবাজার জেলা। সময়ের এক অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা বিভিন্ন শ্রেণিপেশার বন্ধুজন। এই প্ল্যাটফর্ম আমাদের হৃদয়ের সংযোগস্থল। এখানে বন্ধুত্বের উষ্ণতা যেমন আছে, তেমনি আছে একে অপরের প্রতি দায়িত্ববোধ, সহযোগিতা ও সমাজে ইতিবাচক অবদান রাখার প্রত্যয়।
আমরা বিশ্বাস করি, বন্ধুত্ব কেবল স্মৃতিতে সীমাবদ্ধ নয়; এটি বর্তমান ও ভবিষ্যত গঠনের এক অনন্ত শক্তি। এসএসসি ১৯৯৭ ব্যাচ একসাথে পথচলার অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি হাতে হাত রেখে, হৃদয়ে হৃদয় মিলিয়ে। এসো ২ জানুয়ারি, ২০২৬খ্রি. আমরা আবার একসাথে হই অনন্য সুন্দর কক্সবাজারে...