এসএসসি ১৯৯৭ ব্যাচ কক্সবাজার
নোটিশ:
14
Nov
2025
বন্ধু, কী খবর বল...
মোহাম্মদ ইউনুছ বাবুল
Eidgaon
মানুষ যতই ব্যস্ত হয়ে উঠুক, বন্ধুত্বের জায়গাটা কখনোই ফাঁকা থাকে না। সময়, দূরত্ব বা জীবনের নানা ব্যস্ততা আমাদের আলাদা জায়গায় নিয়ে গেলেও বন্ধুর প্রতি টানটা ঠিকই থেকে যায়। মাঝে মাঝে মনে হয়—কেমন আছে সেই মানুষগুলো, যাদের সঙ্গে একসময় প্রতিদিনের হাসি-আড্ডা, পরিকল্পনা আর ছোটখাটো স্বপ্নগুলো ভাগ করে নিতাম?
“বন্ধু, কী খবর বল...” —এই ডাকটা আসলে খোঁজ নেওয়ার চেয়েও বেশি কিছু। এটা এক ধরনের আশ্বাস—আমরা এখনো একে অপরের মানুষ, এখনো কথা বলার মতো সম্পর্কটা অটুট আছে। অভিমান থাকুক বা দূরত্ব থাকুক, বন্ধুত্ব সবসময় ফিরে যাওয়ার জন্যই তৈরি।
বন্ধুর খোঁজ নেওয়া মানে শুধু খবর জানা নয়; মানে পুরনো দিনের অনুভূতিগুলোকে আবার একটু ঝালিয়ে নেওয়া। যে মানুষগুলো হাসলে আমাদের মন ভালো হয়, যে গল্পগুলো শুধু বন্ধুরাই বুঝে—তাদের কাছে ফিরে যাওয়া মানেই নিজের ভেতরের এক টুকরো শান্তিতে ফিরে যাওয়া।
তাই চল, ব্যস্ততার ভিড়েও একটু সময় বের করি। একটি ফোন, একটি বার্তা, বা একটি খোঁজ—এটাই অনেক সময় সম্পর্ককে নতুন করে প্রাণ দেয়।
বন্ধু, সত্যিই—
কী খবর বল?
শুনতে চাই, জানতেও চাই—তুমি ভালো আছো কি না।