এসএসসি ৯৭ ব্যাচ, কক্সবাজার জেলা

18
Oct
2024
এসো বন্ধু আবার একসাথে হই
জাহাঙ্গীর আলম
Cox's Bazar Sadar

বন্ধু — তা কেবল পরিচয় নয়, বরং এক অনুকরণীয় সম্পর্ক যা জীবনের উত্থান-পতনকে সহজ করে দেয়। কঠিন সময়ে এক কথায় সাহস জুগিয়ে দেয়, সুখের সময়ে খুশি ভাগ করে নেয়— এই কারণেই বন্ধুত্ব হ’ল মানবজীবনের এক অপূরণীয় অভিশাপ। রিইউনিয়নে আমরা পুরনো ভুল-ভ্রান্তিসহ নিজেদের স্বভাবগুলোকে আবার দেখতে পাই, মধুর করে হাসি এবং অপরকে ক্ষমা করে নতুন করে সম্পর্ককে শক্ত করে তুলি। বন্ধুত্বের এই পুনর্জন্মই আমাদের দৈনন্দিন জীবনে আশার আলো জাগায়।